ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

পবার হুজরীপাড়া ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীকে মনোনয়ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
পবার হুজরীপাড়া ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীকে মনোনয়ন মনোনয়নপত্র তুলে দিচ্ছেন অ্যাডভোকেট শফিকুল হক মিলনছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার হুজরীপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩ অক্টোবর।  

এই নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার আলীর হাতে রোববার (০৯ সেপ্টেম্বর) দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দলীয় মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।  

কেন্দ্রের নিদের্শনা অনুযায়ী বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন তার হাতে এ মনোনয়নপত্র তুলে দেন।

এ সময়ে উপস্থিত ছিলেন- হুজরীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, বিএনপি নেতা সেলিম রেজা বাচ্চু, ইব্রাহিম রহমান, নজুরুল ইসলাম, আবুল কাশেম সরকার, মাজদার রহমান প্রমুখ।

এ সময় বিএনপি নেতা শফিকুল হক মিলন বলেন, ‘খালেদা জিয়াসহ বিএনপি ও ২০ দলীয় জোটের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। ’

তিনি খালেদা জিয়ার মুক্তি ও এ সরকারের পতনের আন্দোলনে নেতাকর্মীকে একসঙ্গে মাঠে থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টম্বর ০৯, ২০১৮
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।