ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নয়াপল্টনে রিজভীর প্রতীকী অনশন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
নয়াপল্টনে রিজভীর প্রতীকী অনশন অনশনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও নেতাকর্মীরা, ছবি: বাংলানিউজ

ঢাকা: নয়াপল্টনে দলীয় কার্যালয়ে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলীয় চেয়ারপারনের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী অনশন পালন করে বিএনপি। একই সময় দলীয় কার্যালয়ে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে অনশন পালন করেন রিজভী।

পরে তিনি বাংলানিউজকে বলেন, দলীয় কার্যালয় থেকে বাইরে যেতে পারছি না। এ জন্য দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমি দলীয় কার্যালয়ে থেকেই প্রতীকী কর্মসূচি পালন করেছি।

এসময় তার সঙ্গে ছিলেন, দলের কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনীর হোসনসহ বেশ কয়েকজন নেতাকর্মী এবং কার্যালয়ের কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।