ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সিলেটে বিএনপি নেতার বাসায় অভিযান, আটক ১০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
সিলেটে বিএনপি নেতার বাসায় অভিযান, আটক ১০

সিলেট: সিলেট জেলা বিএনপির সভাপতির বাসায় বৈঠককালে চার বিএনপি নেতাসহ ১০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। 

মঙ্গলবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন- সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, দলের মহানগরের সহ-সভাপতি ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।

এছাড়া আটক অন্যদের নাম পাওয়া যায়নি।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম আটকের সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, তার বাসা থেকে ও শহরের বিভিন্ন স্থান থেকে অন্তত ২৫ জনকে আটক করা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ সফলের লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে বৈঠকে মিলিত হওয়ার সময় তাদের আটক করা হয়।

তবে পুলিশের পক্ষ থেকে ১০ জন আটকের কথা জানিয়েছেন কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন।  

শেষ খবর পাওয়া পর্যন্ত অসুস্থাজনিত কারনে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে ও কোনো মামলা না হওয়ায় রেজাউল হাসান কয়েস লোদীকে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।