ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘সাজা যতই দেবেন মাথানত করব না’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
‘সাজা যতই দেবেন মাথানত করব না’ বিএনপির অনশন কর্মসূচি | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া কোনো সাজায় ভয় পান না। তাকে যখন সাজা পড়ে শোনানো হয় তখন তিনি বলেছেন, সাজা যতই দেবেন, গণতন্ত্রের প্রশ্নে মাথানত করবো না।

দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা ঘোষণার প্রতিবাদে বিএনপির অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন মির্জা ফখরুল।

রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের সামনে বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর সোয়া ৩টা পর্যন্ত চলে বিএনপি অনশন কর্মসূচি।

অনশন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, একদিকে সংলাপ অন্যদিকে খালেদা জিয়ার সাজা বৃদ্ধি কোনো ভালো আলামত নয়। খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মো. শাহজাহান, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, মহিলা বিষয়ক সম্পাদক নূরী আরা সাফা, ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না, জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির মহাসচিব খন্দকার লুৎফর রহমান, জমিয়তে ওলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, রফিক সিকদার, আমিনুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮ 
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।