ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

লালমনিরহাটে যুবদল নেতাসহ গ্রেফতার ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
লালমনিরহাটে যুবদল নেতাসহ গ্রেফতার ৮ যুবদল নেতা কাওসার আলম সবুজ। ফাইল ফটো

লালমনিরহাট: লালমনিরহাটে যুবদল নেতা কাওসার আলম সবুজসহ (৩৮) বিভিন্ন মামলার আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দিনগত রাতে পৃথক অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

কাওসার আলম সবুজ কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি।

তিনি ভোটমারী এলাকার বাসিন্দা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে জানান, একটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় সবুজকে ভোটমারী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।  

এদিকে জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র জানায়, জেলার পাঁচটি থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কয়েকটি দল পৃথক অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার আরো সাত আসামিকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।