ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিজয়নগরে বিএনপির প্রচার-প্রচারণায় বাধার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
বিজয়নগরে বিএনপির প্রচার-প্রচারণায় বাধার অভিযোগ বিএনপি সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া: প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

ইঞ্জিনিয়ার মাহবুব শ্যামল বলেন, ‘বিজয়নগর উপজেলায় তাকে স্বাভাবিক প্রচার-প্রচারণার ক্ষেত্রে পুলিশ বাধা দিচ্ছে।

পুলিশ দলীয় কর্মীর মতো কাজ করছে। আওয়ামী লীগকে প্রটেকশন দিচ্ছে, আর বিএনপির কর্মীদের ধাওয়া দিচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ দেওয়া হবে। ’

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেনকে প্রত্যাহারেরও দাবি করেছেন তিনি।  

জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা (কচি) বলেন, ‘আমাদের নেতাকর্মীদের মানসিকভাবে হয়রানি করা হচ্ছে। আমরা গণসংযোগে যে বাড়িতে যাই সেই বাড়িতে পরে পুলিশ গিয়ে হুমকি-ধমকি দিয়ে আসে। ’

সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন বলেন, ‘আমাদের বিরুদ্ধে পাঁচটি গায়েবি মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় আমাদের নেতাকর্মীরা জামিনে আছে। তারপরও আমাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। ’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএপিরসহ সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম-সম্পাদক মুমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ দলীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।