ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

টেকনাফে বিএনপির ২০ নেতাকর্মী গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
টেকনাফে বিএনপির ২০ নেতাকর্মী গ্রেফতার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বিএনপির ২০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধানের শীষের প্রচারণা চালানোর সময় শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাবরাং এলাকার হাজী নবী হোসাইন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে অভিযোগ করেছে বিএনপি। 

পুলিশ বলছে, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় রয়েছে। আটকদের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হাশেম মেম্বার, জেলা বিএনপির সদস্য সাবরাং ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো. সুলতান আহাম্মদ, কবির আহমদ মেম্বার, আবুল মনজুর, জাফর আলম, বাদশা মিয়া, আব্দুল জব্বার, সিরাজ, একরাম, সব্বির, মোস্তাক, জাফর, জসিম উদ্দিন, সাদ্দাম হোসেনসহ ২০জন নেতা-কর্মী 

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী সাংবাদিকদের বলেন, নির্বাচনী প্রচারণা থেকে বিনা উসকানিতে বিএনপি নেতা-কর্মীদের আটক করা হয়েছে।

আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হামলা, মামলা শুরু করেছে। ঘটনায় তীব্র প্রতিবাদ ও আটকদের মুক্তি দাবি করছি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে আগের কয়টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তবে তাদের কোনো রাজনৈতিক পরিচয় আমাদের জানা নাই।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।