তিনি নেতাকর্মীদের হয়রানি ও গ্রেফতার বন্ধ, নিজেদের নিরাপত্তা ও প্রচারণায় সমান সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সম্মেলনে।
রোববার (১৬ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বর্তুল এলাকায় নিজ বাসভবনে সম্পা এ সংবাদ সম্মেলন করেন।
সম্পা হক দাবি করেন, সব মামলায় জামিনে থাকার পরও পুলিশ ফিল্মি স্টাইলে বিএনপি প্রার্থী ফজলুল হক মিলনকে গ্রেফতার করেছে। পরে তাকে অজ্ঞাতনামা আসামি করে রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।
তিনি আরও দাবি করেন, বর্তমানে নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতাকর্মীদের বাধা দিচ্ছে পুলিশ-প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ধানের শীষ প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।
এসব তৎপরতা বন্ধ ও প্রচারণায় সমান সুযোগসহ নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন সম্পা হক।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
আরএস/ওএইচ/