ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

কুমিল্লায় বিএনপির প্রার্থীর বাড়িতে ‘হামলা-গুলিবর্ষণ’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
কুমিল্লায় বিএনপির প্রার্থীর বাড়িতে ‘হামলা-গুলিবর্ষণ’  গাড়ি ভাঙচুর। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লা-৫ (বুড়িচং-বি পাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চারবারের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইউনুসের কুমিল্লা নগরীর বাড়িতে হামলা চালিয়ে একটি প্রাডো গাড়ি ভাঙচুর, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে নগরীর তালপুকুর পাড়ের মোহনা নামক বাড়িতে এ হামলা চালানো হয়।

সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস ও তার ছেলে ড. নাজমুল হোসেন শাহীন বাংলানিউজকে অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়িতে বসে দুই উপজেলার নেতা-কর্মীদের সঙ্গে নির্বাচনী আলোচনা করছিলাম।

রাত ১০টার দিকে প্রায় ২০/২৫ জন দুর্বৃত্ত মুখোশ পড়ে এসে আমার বাড়ির সামনে রাখা বি-পাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনের গাড়িটি ভাঙচুর করে। এ সময় তারা ১০/১২ রাউন্ড গুলিবর্ষণ এবং ককটেল বিস্ফোরণও করে। তাদের হামলায় আমাদের দুই/তিনজন নেতা-কর্মী আহত হয়েছেন।  

এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপারকে (এসপি) মুঠোফোনে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

ঘটনার বিষয়ে জানতে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।