ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

শেখ হাসিনার মূল উদ্দেশ্য দেশের উন্নয়ন করা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
শেখ হাসিনার মূল উদ্দেশ্য দেশের উন্নয়ন করা

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার মূল উদ্দেশ্য হচ্ছে দলমত নির্বিশেষে দেশের উন্নয়ন করা।

শুক্রবার (২১ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দেবগ্রামে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, উন্নত বাংলাদেশের রূপকার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিন।

পরে মন্ত্রী দেবগ্রাম গ্রামের বালুর ছড়া নির্বাচনী অফিসের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ন-আহ্বায়ক সেলিম ভূইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা, পৌর আওয়ামী লীগের সভাপতি ড. আব্দুল্লাহ ভঁইয়া বাদল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খাদেম লিটন, উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগ সভাপতি মনির খান, যুবলীগ নেতা রাজেশ সাহা, উপজেলা ছাত্রী লীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখায়্যাত হোসেন নয়ন প্রমুখ।

মন্ত্রী সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনব্যাপী পৌরশহরের অন্তত ১০টি গ্রামে নির্বাচনী গণসংযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।