ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

নেতাকর্মী ছাড়া কনকচাঁপার গণসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
নেতাকর্মী ছাড়া কনকচাঁপার গণসংযোগ গণসংযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা

সিরাজগঞ্জ: নির্বাচনী প্রচারণা শুরুর ১০ দিন পর অবশেষে দলীয় নেতাকর্মী, সমর্থক ছাড়াই নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে গণসংযোগে নামলেন বিএনপি মনোনীত প্রার্থী জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে কাজিপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।  

এসময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী, সমর্থকরা না থাকলেও উৎসুক মানুষকে ঘুরতে দেখা যায়।

গণসংযোগকালে তার সঙ্গে স্বামী সুরকার মইনুল ইসলাম উপস্থিত ছিলেন।

কনকচাঁপা বলেন, ‘আমার মতো করেই প্রচারণা চালাতে হচ্ছে, মানুষের ভালোবাসা পাচ্ছি। জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে আমি ভালো ফলাফল আশা করছি এবং জয়ের ব্যাপারে আশাবাদী। ’

উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা বাংলানিউজকে বলেন, ‘পুলিশি নিরাপত্তায় কনকচাঁপা তার স্বামীকে নিয়ে সোনামুখী বাজার এলাকায় গণসংযোগ করেন। এসময় আওয়ামী লীগের লোকজনও তার পেছনে কিছুটা দূরত্ব বজায় রেখে নৌকার প্রচারণা চালায়। সেখানে আমাদের যাবার কথা থাকলেও রাতে কনকচাঁপার স্বামী মইনুল ইসলাম ফোন করে নিষেধ করায় দলের নেতাকর্মীরা গণসংযোগে যায়নি। ’

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।