ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

মেহেরপুরে বিএনপির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
মেহেরপুরে বিএনপির নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ নির্বাচনী কার্যালয় ভাঙচুর। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির প্রার্থী জাভেদ মাসুদ মিল্টনের বাঁশবাড়িয়া গ্রামের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তরা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় কার্যালয়টি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছ্নে গাংনী পৌর বিএনপির সভাপতি ও গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী।  

বাংলানিউজকে তিনি বলেন, শনিবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয় নেতা-কর্মীরা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডে বাজারের ওপর স্থাপিত কার্যালয়টিতে গেলে প্রায় শতাধিক চেয়ারসহ অন্যান্য আসবাবপত্র ভাঙা দেখতে পাওয়া যায়।

শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় কে বা কারা কার্যালয়টিতে ভাঙচুর চালিয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।