ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

‘প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ভূমিকা পালন করছেন সিইসি’

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
‘প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ভূমিকা পালন করছেন সিইসি’

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ভূমিকা পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কোন্ডা ইউনিয়নের ইস্টার্ন বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।

কিন্তু তিনি এ প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছেন। তার ওপর জনগণের আস্থা নেই। একদিন জনগণের কাছে এর জবাব দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আশফাক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হাজী মাসুম,  বিএনপি নেতা অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক কাউছার, অ্যাডভোকেট সুলতান নাসের, আলী হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।