ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

মেহেরপুর জেলা বিএনপির উপদেষ্টা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
মেহেরপুর জেলা বিএনপির উপদেষ্টা গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুর জেলা বিএনপির উপদেষ্টা ও গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের (অব.) প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে গাংনী থানা পুলিশের একটি দল আব্দুর রাজ্জাকের শিশিরপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজেকে জানান, আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে।

বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে আব্দুর রাজ্জাকের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন জানান, আমার নির্বাচনী কমিটির অন্যতম সদস্য আব্দুর রাজ্জাক। তার নামে কোন মামলা না থাকলেও পুলিশ তাকে গায়েবি মামলার অযুহাত দিয়ে গ্রেফতার করেছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।