ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

বিএনপির ফেসবুক পেজ হ্যাক!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
বিএনপির ফেসবুক পেজ হ্যাক! বিএনপির ফেসবুক পেজের ছবি

ঢাকা: বিএনপির ফেসবুক ভেরিফাইড পেজ ‘Bangladesh Nationalist Party-BNP’ হ্যাক করা হয়েছে। দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে পেজটি হ্যাক হওয়ার পর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতৃবৃন্দের নামে বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া হয়েছে এবং হচ্ছে।

মুহম্মদ মুনির হোসেন বলেন, এ সকল পোস্টের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই।

 

এসব পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য দলের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিএনপির ফেসবুক ভেরিফাইড পেজটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার হলে পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।