ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোতালেব খান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোতালেব খান আটক

সুনামগঞ্জ: নাশকতার পরিকল্পনার অভিযোগে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব খানকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের উকিলপাড়া থেকে তাকে আটক করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, নাশকতার পরিকল্পনা করছেন এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মোতালব খানকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে থানায় একটি মামলাও রয়েছে।

আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।