ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

করিমগঞ্জ উপজেলা বিএনপি সভাপতিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
করিমগঞ্জ উপজেলা বিএনপি সভাপতিসহ আটক ২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিএনপির সভাপতিসহ দুই নেতাকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৮ ডিসেম্বের) দিনগত রাত ১০টার দিকে উপজেলা সদরের পাট মহাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান দুলাল ও পৌর বিএনপির সভাপতি মো. আশরাফ হোসেন পাভেল।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বাংলানিউজকে জানান, নগদ ২১ হাজার ৯০৫ টাকা ও টাকা বিতরণের তালিকাসহ করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান দুলাল ও পৌর বিএনপির সভাপতি মো. আশরাফ হোসেন পাভেলকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।