ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ঠাকুরগাঁওয়ে বিএনপির ১৬ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
ঠাকুরগাঁওয়ে বিএনপির ১৬ নেতাকর্মী আটক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক, সাংঠনিক সম্পাদক ও বাণিজ্য বিষয়ক সম্পাদকসহ ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জানানো হয়।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশ, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুর নবী ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুরাদ হোসেনসহ ১৪ জনকে জেলার বিভিন্নস্থান থেকে আটক করে। অপরদিকে, রুহিয়া থানা পুলিশ থানা ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন এবং ধুমের হাট এলাকা হতে শিবির কর্মী সাদরুরকে আটক করে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, নির্বাচনে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা করাই তাদের আটক করা হয়েছে।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলানিউজকে বলেন, পুলিশ ধানের শীষের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের তুলে আনছে। যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সহায়ক নয়।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।