ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিএনপি

নাশকতার মামলায় বিএনপি নেতা আকবর আলী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
নাশকতার মামলায় বিএনপি নেতা আকবর আলী কারাগারে

সিরাজগঞ্জ: ট্রেন পোড়ানো ও নাশকতার একাধিক মামলায় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২ জানুয়ারি) সন্ধ্যার আগে সিরাজগঞ্জ জেলা চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাহাদৎ হোসেন প্রামাণিক এ আদেশ দেন।  

আকবর আলী সিরাজগঞ্জ-৪ আসন থেকে ১৯৯১ ও ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এছাড়াও তিনি উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

এম আকবর আলীর আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এর আগে এম আকবর আলী ট্রেন পোড়ানো ও নাশকতার অভিযোগে দায়ের করা মোট ১৩টি মামলায় জামিন আবেদন করে আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক সাতটি মামলায় জামিন মঞ্জুর ও বাকি ৬টি মামলায় নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।