ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

লালমনিরহাটে বন্যার্তদের ত্রাণ দিতে যাবেন মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
লালমনিরহাটে বন্যার্তদের ত্রাণ দিতে যাবেন মির্জা ফখরুল

লালমনিরহাট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (২৭ জুলাই) লালমনিরহাটে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।

শুক্রবার (২৬ জুলাই) সকালে লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বাংলানিউজকে বিষয়টি জানান।  

তিনি বলেন, লালমনিরহাটের পাঁচটি উপজেলায় বন্যায় তিস্তা ও ধরলা পাড়ের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বন্যাসহ যেকোনো দুর্যোগে দেশবাসীর পাশে দাঁড়ায় বিএনপি। এরই অংশ হিসেব চলমান বন্যায় পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবে বিএনপি। এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

শনিবার (২৭ জুলাই) সকাল ১০টায় জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া এলাকায় এবং সকাল সাড়ে ১১টায় আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন সলেডি স্প্যার বাঁধ-২ এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তখন মহাসচিবের সঙ্গে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।