ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদা জিয়ার মুক্তি দাবিতে ১২ দিনের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
খালেদা জিয়ার মুক্তি দাবিতে ১২ দিনের কর্মসূচি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে টানা ১২ দিনের মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথসভায় এ কর্মসূচির সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যৌথসভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কর্মসূচির তারিখ জানানো হয়।

১২ দিনের এ কর্মসূচিগুলো হচ্ছে- আগামী ১৫ সেপ্টেম্বর (রোববার) জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে মানববন্ধন, ১৬ সেপ্টেম্বর (সোমবার) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মানববন্ধন,  ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে মানববন্ধন, ১৮ সেপ্টেম্বর (বুধবার) অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশের (এইবি) উদ্যোগে মানববন্ধন,  ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে মানববন্ধন ও ২০ সেপ্টেম্বর (শুক্রবার) জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মানববন্ধন (দেশব্যাপী)।

এরপর আগামী ২১ সেপ্টেম্বর (শনিবার) জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মানববন্ধন, ২২ সেপ্টেম্বর (রোববার) জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন (দেশব্যাপী), ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগ মানববন্ধন,  ২৫ সেপ্টেম্বর (বুধবার) জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মানববন্ধন, ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে মানববন্ধন এবং ২৮ সেপ্টেম্বর (শনিবার) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

তবে এসব কর্মসূচির সময় বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এমএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।