শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলানিউজের সঙ্গে আলাপকালে খোকন-শ্যামল এ দাবি করেন।
সম্প্রতি কাউন্সিলের মাধ্যমে খোকন-শ্যামল ছাত্রদলের প্রধান দুই নেতা নির্বাচিত হওয়ার পর শনিবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছিল তাদের প্রথম কর্মসূচি।
এ বিষয়ে ফজলুর রহমান খোকন বলেন, শনিবার বিএনপির সিনিয়র নেতা ও ছাত্রদলের হাজারো নেতাকর্মীকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছি। আমরা সকালে নির্ধারিত সময়ে মাজারে পৌঁছেছিলাম। তবে আমরা নির্বাচিত হওয়ার পর এই প্রথম মাজারে গিয়েছিলাম বলে অনেক নেতাকর্মী সেখানে জড়ো হয়েছিলেন। সবাইকে নিয়ে মূল মাজারে প্রবেশ করতে সামান্য সময় দেরি হয়ে থাকতে পারে। ভবিষ্যতে আর এমনটি হবে না বলে আশা করি।
ছাত্রদল সভাপতি বলেন, যারা ভুল বুঝে আমাদের দেরির বিষয়টি পত্রিকায় তুলে ধরেছেন, আশা করবো ভবিষ্যতে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে সংবাদ প্রকাশ করবেন, তাতে ভালো হবে।
নির্বাচিত হওয়ার বিষয়ে খোকন-শ্যামল বলেন, সরকারি বাধা-বিপত্তির মধ্যেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দশনায় সুষ্ঠুভাবে দীর্ঘ ২৮ বছর পর ছাত্রদলের একটি সুষ্ঠু কাউন্সিল হয়েছে। শত বাধা বিপত্তি পেরিয়ে ছাত্রদলের কাউন্সিলররা ভোট দিয়ে আমাদের নির্বাচিত করায় তাদের ধন্যবাদ জানাই।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৯
এমএইচ/এইচএ/