ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ সমাবেশে বিএনপির নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও ভারতের সঙ্গে করা চুক্তি বাতিল ও কারাবন্দি বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।

উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, যুব দলের সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

এদিকে সমাবেশে পুলিশ অনুমতি না দিলেও পুলিশের বাধা অতিক্রম করে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত হয়েছেন।

বক্তারা অভিযোগ করেছেন ইতোমধ্যে দলের অনেক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে।

সরেজমিনে নয়াপল্টন এলাকার বিভিন্ন গলিতে পুলিশের তৎপরতা দেখা যায়।  তারা সমাবেশে আগত নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এমএইচ/এএটি                                                                                         

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।