ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

কক্সবাজারে ছাত্রদলের ঘোষিত ইউনিট কমিটি বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
কক্সবাজারে ছাত্রদলের ঘোষিত ইউনিট কমিটি বাতিল

ঢাকা: সাংগঠনিক নিয়ম লঙ্ঘন করে টেকনাফ উপজেলা, রামু উপজেলা, চকরিয়া পৌরসভা, মহেশখালী পৌরসভা, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার আইন কলেজ ও কক্সবাজার সিটি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করায় সেসব কমিটি বাতিল করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) রাতে ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বুধবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

একইসঙ্গে দেশের সব সাংগঠনিক ইউনিটসমূহকে তাদের অধীনস্থ ইউনিট কমিটি গঠন ও পুনর্গঠন স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন তারা।  

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।