ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপি নেতা নজরুলকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জোট নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
বিএনপি নেতা নজরুলকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জোট নেতারা

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ২০ দলীয় জোটের নেতারা।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর ইউনাটেড হাসপাতালে চিকিৎসাধীন নজরুল ইসলাম খানকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

জোটের নেতারা নজরুল ইসলাম খানের শারিরীক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং মহান আল্লাহর কাছে তার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করেন।

গত ৪ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপির এই প্রবীণ নেতাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।  

জানতে চাইলে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বাংলানিউজকে বলেন, নজরুল ইসলাম খানের শারিরীক ‍অবস্থা আগের চেয়ে ভালো। চিকিৎসকের পরামর্শক্রমে দুই-এক দিনের মধ্যে তিনি বাসায় ফিরবেন।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এমএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।