ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ করবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ করবে বিএনপি

ঢাকা:  পেঁয়াজসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার (১৮ নভেম্বর) ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি। 

রোববার (১৭ নভেম্বর)  বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানান।  

এতে বলা হয়, সোমবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে ওইদিন সকাল ১০টায় সভা ডাকা হয়।  

কিন্তু এই সভার পরিবর্তে মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে রিজভীর ওই বিবৃতিতে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা,  নভেম্বর ১৭,  ২০১৯
এমএইচ/এমএ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।