ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

চট্টগ্রাম-৮ আসনে প্রার্থী হতে ফরম নিলেন ৩ বিএনপি নেতা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
চট্টগ্রাম-৮ আসনে প্রার্থী হতে ফরম নিলেন ৩ বিএনপি নেতা 

ঢাকা: চট্টগ্রাম-৮ আসনে অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ৩ নেতা দলীয় মনোনয়নপত্র কিনেছেন।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এরশাদ উল্লাহ।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আমিনুল ইসলাম বলেন, সোমবার বিকেল ৪টা পর্যন্ত তিনজন মনোনয়ন ফরম করেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) তারা ফরম জমা দেবেন। সেদিনই বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নপ্রত্যশীদের সাক্ষাৎকার নেবেন দলীয় মনোনয়ন বোর্ড। কে মনোনয়ন পাবেন তা পরে জানানো হবে।

সম্প্রতি সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। আগামী ১৩ জানুয়ারি এ আসনে উপ-নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১২ ডিসেম্বর পর্যন্ত এ আসনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ সময় ২২ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এমএইচ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।