ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

না’গঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
না’গঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৫ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জে মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শাহেদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বন্দি রেখে সরকার দেশ ও দেশের মানুষকে নিয়ে খেলছে, যা দেশের ছাত্রসমাজ কোনোভাবেই আর মেনে নেবে না।

অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে তাকে মুক্ত করে দেশে গণতন্ত্র ফেরানোর দায়িত্ব ছাত্রদল কাঁধে তুলে নেবে।

এতে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হামিদুর রহমান সুমন, জুয়েল রানা, শাকিল, রুবেল, রাসেল, মিঠু, যুগ্ম সম্পাদক রাব্বি, কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, মুন্না, মাসুদ, জনি, পাপ্পু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।