ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

নারায়ণগঞ্জে বিএনপির ২ সম্পাদকসহ ৭ নেতাকর্মীর জামিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
নারায়ণগঞ্জে বিএনপির ২ সম্পাদকসহ ৭ নেতাকর্মীর জামিন

নারায়ণগঞ্জ: নাশকতা মামলায় নারায়াণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ দলটির সাত নেতাকর্মীর জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করা হলে তা মঞ্জুর হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বাংলানিউজকে বলেন, বিএনপির দুই সম্পাদকসহ সাত নেতাকর্মীর স্থায়ী জামিন দিয়েছেন আদালত।

আসামিপক্ষে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ছাড়াও বিএনপিপন্থি আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর থানার একটি নাশকতা মামলায় এই সাতজনকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করলে তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।