ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

পল্টন-মতিঝিলে যানবাহন চলাচল স্বাভাবিক, তবে...

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২০
পল্টন-মতিঝিলে যানবাহন চলাচল স্বাভাবিক, তবে...

ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে রাজধানীতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবেই চলছে। সড়কে চলছে যানবাহন, অফিসগামী মানুষের চলাচল রয়েছে স্বাভাবিক।

সড়কে গাড়ি চললেও সপ্তাহের অন্য দিনের তুলনায় খুবই কম। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ৮টা) চোখে পড়েনি ব্যক্তিগত (প্রাইভেটকার) গাড়ি।

আর বিভিন্ন পয়েন্টে অবস্থান রয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের।

রোববার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টন, মতিঝিল, শাপলাচত্বর, ফকিরাপুল, নয়া পল্টন, মালিবাগ, কাকরাইল, খিলগাঁও এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল ৭টার পরে সড়কে বিভিন্ন পরিবহন চলতে দেখা যায়। মিনিবাস, সিএনজি চলছে স্বাভাবিকভাবেই। তবে সপ্তাহের অন্য দিনের তুলনায় বেশ কম চলছে এসব যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। তবে চোখে পড়েনি ব্যক্তিগত (প্রাইভেটকার) গাড়ি।

অন্যদিকে নির্বিঘ্নে চলাচলে সড়কে বিভিন্ন পয়েন্টে রয়েছে আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি। সড়কে গাড়িবহর নিয়ে টহল দিতে দেখা গেছে র‌্যাব ও পুলিশ সদস্যদের।

এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশ কিছু নেতা-কর্মী। এসময় তারা হরতালের সমর্থনে এবং সরকারের বিপক্ষে নানা স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
ইএআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।