ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

দলীয় প্রার্থীদের পোস্টার সরানোর আহ্বান ইশরাকের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
দলীয় প্রার্থীদের পোস্টার সরানোর আহ্বান ইশরাকের

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দল সমর্থিত সব কাউন্সিলর প্রার্থীদের নিজ উদ্যোগে সব পোস্টার সরানোর আহ্বান জানিয়েছেন। 

সোমবার (০৪ ফেব্রুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় ইশরাক হোসেন বলেন,  ঢাকা দক্ষিণ ও উত্তরে বিএনপি সমর্থিত যেসব ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত  নারী কাউন্সিলর ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি,  আমরা প্রচারণার কাজে যে পোস্টারগুলো ব্যবহার করেছি সেগুলো আপনারা নিজ উদ্যোগে দ্রুত অপসারণ করবেন। এছাড়া যেসব পোস্টারে প্লাস্টিকের আবরণ রয়েছে সেগুলো আলাদা করে যথাযথভাবে অপসারণের পদক্ষেপ নেবেন।

 

তিনি আরও বলেন, আমরা এই শহরের বাসিন্দা। প্রার্থী হিসেবে অন্যদের চেয়ে আমাদের বেশি দায়িত্ব রয়েছে।   আমরা যেন এগুলো যথাযথভাবে অপসারণ করি, যাতে এর কারণে পরিবেশের ক্ষতি না হয়। আমাদের ড্রেনেজ সিস্টেম যাতে ব্লক না হয়।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এমএইচ/এনটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।