ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটাসিগন্যাল মোড় থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে শেষ হয়।  

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক হাসিবুল হাসান সজীব, হাবিবুর রহমান হাবিব, হায়াত মাহমুদ জুয়েল, ইব্রাহিম কার্দি, এমদাদুল হক রয়েল, মৃধা জুলহাস, সিরাজ উদ্দিন বাবু, সাজ্জাদ হোসাইন চৌধুরী, রফিকুল ইসলাম নয়ন, মো. সোহানুর রহমান, রাজ্জাক খান, ইকরামুল হক নয়ন, শাহাদাত হোসেন মানিক, আরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাহিবুর রহমান টিপু, শোয়েবুর রহমান শোয়েব, বিপ্লব পাটোয়ারী, মাহবুবুর রহমান, আবু জায়েদ পাটোয়ারী, শামীম আকন, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান আকাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এমএইচ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।