ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বিএনপির স্থায়ী কমিটি সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
বিএনপির স্থায়ী কমিটি সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি

ঢাকা: আগামীতে কয়েকটি উপ-নির্বাচনে অংশ নেওয়া, না-নেওয়া ও খালেদা জিয়ার জামিন নিয়ে রিভিউ আপিল করার ব্যাপারে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।  

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মিডিয়া উইং কর্মকর্তার মাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বৈঠক নিয়ে সংবাদমাধ্যমে আজ কোনো বক্তব্য দেবেন না তিনি। যে বিষয়বস্তু নিয়ে বৈঠক বসেছে তা এখনও চলমান।

বৈঠক সূত্রে জানা যায়, আগামীতে কয়েকটি উপ নির্বাচনে বিএনপির অংশ নেওয়া, না নেওয়া এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে রিভিউ আপিল করার সিদ্ধান্ত নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।  

দলটির নির্ভরযোগ্য সূত্র জানায়, রিভিউ আপিলে ড. কামাল হোসেন থাকবেন কিনা এ বিষয়ে আলোচনার পাশাপাশি উপ-নির্বাচনে যাওয়া না-যাওয়ার ব্যাপারে পক্ষে-বিপক্ষে মত ওঠায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। রাত ৮টা ৪০ মিনিটে বৈঠকে বিরতি দিয়ে জানানো হয় আজ সংবাদমাধ্যমে জানানোর মতো কোনো সিদ্ধান্ত আসেনি।

স্কাইপের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে উপস্থিত আছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এমএইচ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।