ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

পুনরায় করা হবে খালেদা জিয়ার জামিনের আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
পুনরায় করা হবে খালেদা জিয়ার জামিনের আবেদন

ঢাকা: সুপ্রিম কোর্টে পুনরায় খালেদা জিয়ার পক্ষে জামিনের আবেদন করা হবে, জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ আইনজীবী বলেন, আমরা আইনজীবীরা স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করলাম।

  সবারই একটা অভিযোগ ৭ বছরের সাজা, অসুস্থ বয়স্ক একজন মহিলা, কেন হাইকোর্ট জামিন দিচ্ছেন না।   কেন এপিলেড ডিভিশন জামিন দিচ্ছেন না। তারা আমাদের বললেন,  যে আপনারা হয়তো সঠিকভাবে আবেদন করতে পারছেন না।

‘আমরা বললাম যে, আমরা সঠিকভাবে করছি। দেশে যখন গণতন্ত্র থাকে না, তখন আইনের শাসনও সবক্ষেত্রে থাকে না। সে কারণেই অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে খালেদা জিয়ার জামিন হচ্ছে না। ’

তিনি বলেন, আমরা আবার খালেদা জিয়ার জামিনের দরখাস্ত করবো। আশা করি হাইকোর্ট বিভাগ দেশের জনগণের শেষ আশ্রয়স্থল, সেখানে আমরা আবেদন করলে অবশ্যই জামিন পাবো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিগগিরই আবেদন করা হবে।

আইনজীবী জমির উদ্দিন সরকার বলেন, আগামী সপ্তাহে আবেদন করা হবে।

এসময় তার সঙ্গে ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন,  যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এমএইচ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।