ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

করোনা: হটলাইনে স্বাস্থ্যসেবা দেবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
করোনা: হটলাইনে স্বাস্থ্যসেবা দেবে জিয়াউর রহমান ফাউন্ডেশন ......

ঢাকা:  করোনা ভাইরাস বিষয়ে পরামর্শ ও স্বাস্থ্যসেবা পেতে হটলাইন নাম্বার চালু করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

শুক্রবার (২৭ মার্চ) জেডআরএফের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জেডআরএফের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার জানান, দেশের এ ক্রান্তিকালে মানুষ যখন ভীতসন্ত্রস্ত ও সাহায্যের মুখাপেক্ষী, ঠিক তখনই জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক দল বিশেষজ্ঞ চিকিৎসক জরুরি স্বাস্থ্যসেবার উপদেশ দিতে মানুষের পাশে থাকবে।

এতে জানানো হয়, বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের জন্য বিশেষ হটলাইন চালু থাকবে। এ হটলাইনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদেরসমন্বয়ে গঠিত দলের কাছ থেকে চিকিৎসা সেবা পাওয়া যাবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত হটলাইনে যোগাযোগ করে চিকিৎসা নেওয়া যাবে।

হটলাইন যোগাযোগের ফোন নম্বরসমূহ- ০১৮৯০৩০৯৮৯৩, ০১৭৯৯৪১৬৯৫৯, ০১৮৭৭৭০০০২০, ০১৭৫৮০৮৭৩০০, ০১৭৯০৭৪৯২৭৭, ০১৬২৪০১২২৩০, ০১৫৩১৭৪৫৯৩৪, ০১৭০৬২৪৩৪৮০, ০১৭৫১১৫৪২৫৩, ০১৩১৫৮৭৪১৬১, ০১৭১৫০৬৪৫৭২, ০১৭০১৩৩৮৮৩৩, ০১৭৩৬৫৮১৩৪০, ০১৬৮১২০৭৮৮৭, ০১৭০৬৮৯৪১৬৮, ০১৯৬০৮০৪০৪৩, ০১৯২৩৪২৪৪৪৪, ০১৩১২২৭৮৬০৭, ০১৭৪২১২১০১১, ০১৭৫৩১০৪৪২৪, ০১৮১৮৯৯১৬৬৬, ০১৭০৩২৩০১৬৬, ০১৩০৩০৭৯৩৯৪, ০১৭৫২৬৯৮২৮৫, ০১৫২১১০৪৭৮১।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এমএইচ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।