ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

করোনায় নাকাল দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ ইশরাকের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
করোনায় নাকাল দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ ইশরাকের দুস্থদের মধ্যে ইশরাক হোসেনের খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ। ছবি: বাংলানিউজ

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) থাবায় নাকাল নগরের দুস্থ-অসহায়, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষের মধ্যে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (২৮ মার্চ) বিকেলে গোপীবাগের নিজ বাসভবনের সামনে থেকে দুস্থ-অসহায়দের মধ্যে প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।

বিতরণ করা ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, মুড়ি, টোস্ট বিস্কুট, সাবান, স্যাভলন, মাস্ক ওবং হ্যান্ড গ্লাভস।

পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে প্রতিদিনই ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে দুস্থদের খুঁজে বের করে তাদের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।  

সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদের উদ্যোগে এ ব্যবস্থাপনা চলবে বলে জানান ইশরাক হোসেন।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
এমএইচ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।