ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

জিসাস চেয়ারম্যান আবুল হাশেম রানার ইন্তেকাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
জিসাস চেয়ারম্যান আবুল হাশেম রানার ইন্তেকাল

ঢাকা: জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল হাশেম রানা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। 

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় কুমিল্লার একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্রেন স্ট্রোকের ফলে গত সোমবার (২০ এপ্রিল) থেকে কুমিল্লার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি ছিলেন আবুল হাশেম।

তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনকি সম্পাদক মো. আব্দুল আউয়াল খান গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আবুল হাশেম রানার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
এমএইচ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।