ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ছাত্রদলের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মে ২০, ২০২০
ছাত্রদলের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ

ঢাকা: পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি দিতে গেলে বাধা দিয়েছে পুলিশ- এমন অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ নেতারা।

বুধবার (২০ মে) দুপুরে সচিবালয়ের গেটে গিয়ে স্মারকলিপি হস্তান্তরের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বারবার অনুরোধ করলেও পুলিশ তা অগ্রাহ্য করে।

পুলিশের এ বাধা দেওয়াকে চরম অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল নেতারা।

এসময় উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মে ২০, ২০২০
এমএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।