ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিএনপি

করোনায় সাবেক মেয়র খোকার ভাইয়ের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুন ২৬, ২০২০
করোনায় সাবেক মেয়র খোকার ভাইয়ের মৃত্যু

ঢাকা: ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার একমাত্র ছোট ভাই আনোয়ার হোসেন উজ্জ্বল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টায় তেজগাঁও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল জানান, উজ্জলের বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ২০ জুন শনিবার করোনা পজিটিভ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাদেক হোসেন খোকার বড় ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।

গত বছরের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুন ২৬, ২০২০
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।