ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

২০ দলীয় জোটের ভার্চ্যুয়াল বৈঠক রোববার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
২০ দলীয় জোটের ভার্চ্যুয়াল বৈঠক রোববার ২০ দলীয় জোট

ঢাকা: দীর্ঘদিন পর ভার্চ্যুয়াল বৈঠক করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা।

জানা গেছে, জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান এই বৈঠক ডেকেছেন।

রোববার (৫ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জুম অ্যাপের মাধ্যমে এই বৈঠক হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

জানতে চাইলে জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বাংলানিউজকে বলেন, আমি বৈঠকের দাওয়াত পেয়েছি। রোববার ভার্চ্যুয়াল বৈঠকে যোগ দেবো।

জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে মূলত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। এ কারণে ২০ দলীয় জোটের নেতাদেরও কোনো বৈঠক গত চার মাসে হয়নি।

এদিকে গত ১১ জুন জাতীয় সংসদে পেশ হওয়া বাজেটের প্রতিক্রিয়া ২০ দলীয় জোট আনুষ্ঠানিকভাবে জানায় ১৫ দিন পর। গণমাধ্যমে পাঠানো ওই প্রতিক্রিয়ায় জোটের কয়েকটি দলের নেতাদের নাম না থাকা নিয়েও জোটের মধ্যে অস্থিরতা চলছে।

এসব বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি করোনা ভাইরাসে জোটগতভাবে করণীয় ও দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।