ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপির সাংগঠনিক কার্যক্রম ১৫ আগস্ট পর্যন্ত স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
বিএনপির সাংগঠনিক কার্যক্রম ১৫ আগস্ট পর্যন্ত স্থগিত

ঢাকা: বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন প্রক্রিয়া বুধবার (১৫ জুলাই) পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এবার সেই স্থগিতাদেশের মেয়াদ আগামী ১৫ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ১৫ই আগস্ট পর্যন্ত দেশব্যাপী সব স্তরের ইউনিটসমূহের নেতাদের সংশ্লিষ্ট কমিটির সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মোবাইলে যোগাযোগ, ভার্চ্যুয়াল বৈঠক ইত্যাদির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
এমএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।