ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিএনপি

বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন সালাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, মে ২২, ২০২২
বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন সালাম আব্দুস সালাম আজাদ

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদকে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সাংগঠনিক সম্পাদক ফজলুল মিলনের স্থলাভিষিক্ত হলেন।

শনিবার (২১ মে) রাতে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

ফজলুল হক মিলনকে বাদ দেওয়ার কারণ জানতে চাইলে রিজভী বলেন, ফজলুল মিলন গাজীপুর জেলা বিএনপির সভাপতি মনোনীত হয়েছেন। সে কারণে তাকে কেন্দ্রে রাখা হয়নি। মিলনতো আগেও গাজীপুরের সভাপতি একই সঙ্গে কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।  

এ প্রসঙ্গে রিজভী আরো বলেন, আমাদের দলের সব নেতাকে একটি পদ রাখার নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা ধীরে ধীরে কার্যকর করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, মে ২২, ২০২২
এমএইচ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।