ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

বাজেট অধিবেশনের সভাপতিমণ্ডলী নির্বাচন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মে ৩১, ২০২৩
বাজেট অধিবেশনের সভাপতিমণ্ডলী নির্বাচন

ঢাকা: একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের জন্য জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী নির্বাচন করা হয়েছে। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন।

বুধবার( ৩১ মে) বিকেল ৫টায় স্পিকারের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।  

এ অধিবেশন পরিচালনার জন্য নির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আ স ম ফিরোজ, তানভীর শাকিল জয়, প্রাণ গোপাল দত্ত, রুস্তম আলী ফরাজী ও আনজুম সুলতানা।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকায় নামের অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিমণ্ডলীর সদস্যরা সভাপতিত্ব করবেন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।