ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বাজেট

কালো টাকা সাদা করার সুযোগ থাকছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জুন ৫, ২০১৪
কালো টাকা সাদা করার সুযোগ থাকছে

ঢাকা: আগামী অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

কিছুক্ষণের মধ্যেই ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী।

এটি হবে তার ৮ম বারের মতো বাজেট পেশ।

অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরেও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। ফ্ল্যাট কেনায় এলাকাভেদে নির্ধারিত পরিমাণ কর দিয়ে কালো টাকা সাদা করার যে সুযোগ চলতি অর্থবছরে ছিল, আগামী অর্থবছরেও তা বহাল থাকছে।

তিনি আরও বলেন, আয়কর আইন অনুযায়ী যে কেউ জরিমানা দিয়ে অপ্রদর্শিত অর্থ সাদা করতে পারেন। ২০১২-১৩ অর্থবছরের বাজেটে আয়কর অধ্যাদেশে ১৯ই নামে একটি ধারা সংযোজন করে অপ্রদর্শিত আয় ঘোষণা দেওয়ার স্থায়ী সুযোগটিও আগামী অর্থবছরের বাজেটে থাকছে।

একটি জাতীয় দৈনিকে দেওয়া প্রাক বাজেট সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ কথা জানান।

এবারের ৪৪তম বাজেটের আকার হবে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুন ০৫, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।