ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বাজেট

শিক্ষাখাতে প্রযুক্তিনির্ভর পাঠদানে গুরুত্ব

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জুন ৫, ২০১৪
শিক্ষাখাতে প্রযুক্তিনির্ভর পাঠদানে গুরুত্ব

ঢাকা: বড় কোনো ঘোষণা না থাকলেও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান পদ্ধতি ও অবকাঠামো নির্মাণের চলমান কার্যক্রম বেগবান করার ঘোষণা দিয়ে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় মুহিত বলেন, শিক্ষানীতি বাস্তবায়ন, কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষার পরিবেশ, সৃজনশীল মেধা অন্বেষণ, উচ্চশিক্ষা, নিরক্ষরতা দূররীকরণ, অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীতকরণ, প্রাথমিক শিক্ষা, প্রাক-প্রাথমিক শিক্ষা এবং একীভূত শিক্ষার জন্য বাজেট বরাদ্দ থাকবে।



সরকারের এ মেয়াদেই জাতীয় শিক্ষানীতির অধিকাংশ বাস্তবায়নের ঘোষণা দেন মুহিত।

প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব স্তরে ছাত্র-শিক্ষক অনুপাত গ্রহণযোগ্য মাত্রায় নামিয়ে আনার চেষ্টা করা হবে। মাদ্রাসা শিক্ষাকেও আধুনিক করার কথা জানান অর্থমন্ত্রী।

কারিগরি শিক্ষার জন্য বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা, প্রত্যেক উপজেলায় বাস্তবায়নাধীন টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার কাজ দ্রুত করা হবে বলে জানান তিনি।
উচ্চশিক্ষার জন্য প্রতি জেলায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অব্যাহত থাকবে।

এর আগে বাজেট অনুমোদন হয় মন্ত্রিসভার বৈঠকে। বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।
 
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।