ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

পিপিপি’র আওতায় ৩৪ প্রকল্প

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুন ৫, ২০১৪
পিপিপি’র আওতায় ৩৪ প্রকল্প

ঢাকা: সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে বাস্তবায়নের জন্য ছয়টি খাতে মোট ৩৪টি প্রকল্প নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। যার মধ্যে ৩৩টি প্রকল্পে পরামর্শক নিযুক্ত করা হয়েছে।


 
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃত‍ায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ তথ্য দেন।
 
পিপিপি’র আওতায় ৩৪টি প্রকল্পের বড় প্রকল্পগুলো হলো- পরিবহন খাতে ১২শ’ কোটি টাকা ব্যয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ৫০ কোটি টাকা ব্যয়ে মংলা বন্দরে দুটি জেটি নির্মাণ, ৩শ’ কোটি টাকা ব্যয়ে শান্তিনগর-মাওয়া ফ্লাইওভার নির্মাণ, ১৫শ’ কোটি টাকা ব্যয়ে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, ঢাকা বাইপাসকে ৪ লেনে উন্নীতকরণ (জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর), ৬০ কোটি টাকা ব্যয়ে মিরপুর স্যাটেলাইট হাউজিং স্থাপন, এক হাজার কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু ব্রিজে ডুয়াল গেজ ডাবল লাইন নির্মাণ, ১৫শ’ কোটি টাকা ব্যয়ে ফুলছড়ি-বাহাদুরাবাদ এমজি রেলওয়ে ব্রিজ, ১৫শ’ কোটি টাকা ব্যয়ে ঢাকা চট্টগ্রাম এক্সেস কন্ট্রোল্ড হাইওয়ে,  দেড়শ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার পর্যটন ও বিনোদনকেন্দ্র নির্মাণ, একশ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের জাকির হোসেন রোডে পাঁচতারকা হোটেল নির্মাণ, দুই’শ কোটি ব্যয়ে ধীরাশ্রমে নতুন আইসিডি নির্মাণ, ১৫শ’ কোটি ব্যয়ে পাটুরিয়া-গোয়ালন্দতে দ্বিতীয় পদ্মা পাল্টিপারপাস ব্রিজ নির্মাণ এবং ১২শ কোটি ব্যয়ে তৃতীয় সমুদ্র বন্দর নির্মাণ।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।