ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাজেট

স্বর্ণের ওপর শুল্ক বাড়লো

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জুন ৫, ২০১৪
স্বর্ণের ওপর শুল্ক বাড়লো

ঢাকা: সম্প্রতি স্বর্ণ চোরাচালান খুব বেশি বেড়ে গেছে। দেশের প্রধান বিমানবন্দরসহ অন্যান্য বিমানবন্দর থেকেও স্বর্ণ আসছে অবৈধভাবে।

তাই স্বর্ণ চোরাচালান রোধে প্রস্তাবিত বাজেটে এর ওপর শুল্ক বাড়ানো হয়েছে।

এর মধ্যে মার্চে ও এপ্রিলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যথাক্রমে ১০৬ ও ১০৫ কোজি স্বর্ণ আটক করা হয়েছে।

আগের আইন অনুযায়ী, বৈধপথে একজন যাত্রী ২০০ গ্রাম স্বর্ণালংকার বিনাশুল্কে আনতে পারে এবং ২০০ গ্রাম পর্যন্ত স্বর্ণবার প্রতি ১১.৬৬৪ গ্রামে অর্থ্যাৎ এক ভরিতে ১৫০ টাকা শুল্ক পরিশোধ করে আনতে পারে।

তাই আগামী বাজেটে অর্থমন্ত্রী বিনাশুল্কে ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালংকার এবং অতিরিক্ত সর্বোচ্চ ২০০ গ্রাম পর্যন্ত স্বর্ণবার যাত্রী প্রতি ১১.৬৬৪ গ্রামে তিন হাজার টাকা করে শুল্ক পরিশোধ করে আনার প্রস্তাব করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘন্টা, জুন ৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।