ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

অর্থমন্ত্রীর দৃষ্টিতে পুঁজিবাজার উন্নয়নে গৃহীত পদক্ষেপ

বাজেট রিপোর্টিং টিম: | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জুন ৫, ২০১৪
অর্থমন্ত্রীর দৃষ্টিতে পুঁজিবাজার উন্নয়নে গৃহীত পদক্ষেপ

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জাতীয় সংসদে ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে গত পাঁচ বছরে পুঁজিবাজার উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
 
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃত‍ায় তিনি এতথ্য তুলে ধরেন।


 
অর্থমন্ত্রীর দৃষ্টিতে গত পাঁচ বছরে পুঁজিবাজার উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো হলো: পুঁজিবাজারের মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) বিধিমালা, ২০০৬ সংশোধন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ সংশোধন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ সংশোধন, দ্য এক্সচেঞ্জ (ডিমিউচ্যুয়ালাইজেশন) আইন, ২০১৩ সংসদে অনুমোদন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন  আইন, ১৯৯০ সংশোধন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ সংশোধন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (প্রাইভেট প্লেসমেন্ট অব ডেট সিকিউরিটিজ) আইন, ২০১২, প্রণয়ন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রিসার্স অ্যানালাইসিস) আইন ২০১৩ প্রণয়ন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) আইন ২০০৬ সংশোধন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজার) আইন ১৯৯৬ সংশোধন, শেয়ারবাজারে অনিয়ম ও কারচুপি দ্রুত চিহ্নিত করতে সার্ভিলেন্স সফটওয়্যার স্থাপন, আইপিওতে আবেদনকৃত কোম্পানির সম্পদ মূল্যায়নের নীতিমালা বিষয়ে নোটিফিকেশন সম্বলিত গেজেট প্রকাশ, ৫ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রাসহ বাংলাদেশ ফান্ড গঠন, ৩১ মার্চ ২০১৪ তারিখ পর্যন্ত নেট সম্পদ এক হাজার ৭৬৬ কোটি টাকায় উন্নীত, স্টক এক্সচেঞ্জসমূহে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়ার ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকায় নির্ধারণ, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকগণের সম্মিলিতভাবে কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ এবং এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণ বাধ্যতামূলক করা, কর্পোরেট গভর্ন্যান্স গাইডলাইনকে যুগোপযোগীকরণ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।