ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

আর্থিক বিবরণীতে ভুল তথ্য দিলে জরিমানা

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জুন ৫, ২০১৪
আর্থিক বিবরণীতে ভুল তথ্য দিলে জরিমানা

ঢাকা: চলতি ২০১৪-১৫ অর্থ বছরের আর্থিক বিবরণীতে ভুল তথ্য দিলে কোম্পানির বিরুদ্ধে জরিমানার পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে।

জরিমানার পরিমাণ সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

অর্থবিলে ১৯৮৪ সালের ট্যাক্স অর্ডিন্যান্স নং ৩৬ এর সেকশন ১২৯ বিলুপ্ত করে সেকশন ১২৯এ সংযোজন করা হয়েছে।
 
অর্থবিলে উল্লেখ করা হয়েছে, কোনো কোম্পানি যদি চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের মাধ্যমে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্টান্ডার্ড (বিএএস) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড (বিএফআরএস) অনুযায়ী আর্থিক প্রতিবেদন তৈরি না করে এবং প্রতিবেদনে যদি ভুয়া তথ্য দেওয়া হয় তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোম্পানিকে উল্লিখিত জরিমানা করতে পারবে।
 
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।