ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বাজেট

করপোরেট কর অপরিবর্তিত

বাজেট রিপোর্টিং টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুন ৫, ২০১৪
করপোরেট কর অপরিবর্তিত

ঢাকা: ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে নন-পাবলিক ছাড়া অন্য সকল ক্ষেত্রে কর্পোরেট কর অপরিবর্তিত রয়েছে।

নন-পাবলিক ট্রেডেড কোম্পানির কর্পোরেট কর ৩৭ দশমিক ৫০ শতাংশ থেকে ৩ শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে।


এতে প্রায় সাতশ কোটি টাকার বেশি রাজস্ব ক্ষতি হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে  বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ঘোষণা দেন।

পাবলিক ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে (শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি) করের হার ২৭ দশমিক ৫ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে ব্যাংক-বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ৪২ দশমিক ৫ শতাংশ করও একই থাকবে।

মোবাইল ফোন অপারেটর কোম্পানি (তালিকাভুক্ত) ৪৫ শতাংশ ও ৪০ শতাংশ (নন তালিকাভুক্ত), ব্যাংক, মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে ৩৭ দশমিক ৫ শতাংশ।
তৈরি পোশাক খাতের কোম্পানির উৎসে কর দশমিক ৮ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩ শতাংশ করা হয়েছে।

২০১৪-১৫ অর্থবছরে করপোরেট কর খাত থেকে ৩১ হাজার ১২০ কোটি টাকার রাজস্ব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়িক টার্নওভারের ওপর প্রদেয় ন্যূনতম কর দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩০ শতাংশ করা হয়েছে।

যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরে (জয়েন্ট স্টক কোম্পানি) নিবন্ধিত প্রায় ১ লাখ ৯ হাজার প্রতিষ্ঠান। করপোরেট প্রতিষ্ঠান মাত্র ২’শটি।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ০৫ জুন, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।